• অপরাধ ও দুর্নীতি

মানিকগঞ্জে মাদক ও জাল টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৯:০৬:২৯

ছবিঃ সিএনআই


মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইন যাহার মূল্য ৪ লাখ টাকা এবং একুশ হাজার টাকার জাল নোট উদ্ধারসহ গত ২৬
সেপ্টেম্বর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম স্যারের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হানিফ সরকার এবং পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জ এর একটি আভিযানিক দল শিবালয় থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় উল্লেখিত মাদকদ্রব্য ও জাল টাকার নোট উদ্ধারসহ আসামীদের আটক করা হয়।  এসআই(নিরস্ত্র)/ আসাদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৬.৪০ ঘটিকায় শিবালয়
থানাধীন ভবানিপুর সাকিনস্থ জনৈক ধৃত আসামী মোঃ আনোয়ার হোসেন ওরফে আনু এর ছোট বোন সুরমা বেগম এর বসত বাড়ির উঠানে  অভিযান পরিচালনা করিয়া ১নং আসামী মোঃ আনোয়ার হোসেন ওরফে আনু (৩৮), পিতা- মোঃ সিরাজ, মাতা- মোছাঃ হাসনা বেগম, সাং- মহাদেবপুর, থানা- শিবালয়, জেলা-মানিকগঞ্জকে ২০(বিশ) গ্রাম হেরোইন ও ২১,০০০/-(একুশ হাজার ) টাকার জাল নোট এবং ২নং আসামী মোঃ মজনু মিয়া (৩৫), পিতা-মৃত বজলুর রহমান ওরফে তারা মাস্টার, সাং- বেউথা, থানা- মানিকগঞ্জ, জেলা- মানিকগঞ্জকে ২০(বিশ) গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করেন।

আসামীদ্বয় এলাকার চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। ০১নং আসামী মোঃ আনোয়ার হোসেন ওরফে আনু এর নামে ১১(এগারো) টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে এবং ২নং আসামী  মোঃ মজনু মিয়া এর নামে ১৪(চৌদ্দ) টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে । মোঃ আনোয়ার হোসেন আনু এর দখল হইতে জাল
টাকার নোট পাওয়ায় তাহার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত হেরোইন এর বিষয়ে আসামী মোঃ আনোয়ার হোসেন ওরফে আনু ও আসামী মোঃ মজনু মিয়া এর নামে মাদকদ্রব্য আইনে পৃথক এজাহার দায়ের করায় হয়েছে।  

মন্তব্য ( ০)





  • company_logo