• আন্তর্জাতিক
  • লিড নিউজ

হোয়াইট হাউজে বৈঠকে বসতে যাচ্ছেন কোয়াড নেতারা

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৯:১৯:১৪

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ চীনবিরোধী জোট হিসেবে পরিচিত ইন্দো-প্যাসিফিক অঞ্চল ঘিরে গঠিত কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ-এর (কিউএসডি বা কোয়াড) নেতাদের সরাসরি বৈঠক হচ্ছে আজ (২৪ সেপ্টেম্বর)। হোয়াইট হাউজে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান- এ চার দেশের জোটই ‘কোয়াড’ নামে পরিচিত। গত মার্চে করোনাভাইরাস মহামারির কারণে ভার্চুয়ালি বৈঠক করেন কোয়াড নেতারা। এসময় তারা করোনা টিকা বিতরণ, জলবায়ু পরিবর্তন এবং চীনের আধিপত্য বিস্তার রোধের মতো ইস্যুগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

 

meet

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রস্তাবে ২০০৭ সালে কোয়াড গঠিত হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ জোটের অংশীদার ছিলেন সেসময়। শুরুর দিকে এটি নিষ্ক্রিয় থাকলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে, ২০১৭ সালের পর থেকে এটি আবার সক্রিয় করতে তৎপর হন নেতারা। এখন জো বাইডেন ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে আরও তৎপরতা শুরু করেছেন।

এবারের বৈঠকে আলোচনায় প্রাধান্য পেতে পারে কিভাবে স্থায়িত্ব বাড়ানো যায় জোটের। চীনকে রুখতে আসতে পারে নতুন কৌশলও, এমন ধারণা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

এছাড়া জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ ৫জি অবকাঠামোর মতো প্রযুক্তির ভাগাভাগি নিয়ে কোয়াড নেতারা পরস্পরকে সহযোগিতা করার ঘোষণা করতে পারেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo