• সমগ্র বাংলা

নন্দীগ্রামে নাচে-গানে কারাম উৎসব উদযাপন

  • সমগ্র বাংলা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৫৩:১৯

ছবিঃ সিএনআই

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে নাচে- গানে পালিত হলো ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব। শনিবার ১৮ সেপ্টেম্বর রাতে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ উৎসবের আয়োজন করা হয়।

ওঁরাও নেতা বিমল চন্দ্র জানান, ভাদ্র মাসে একাদশী তিথিতে উদযাপন করা হয় ওঁরাও স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় কারাম উৎসব। এ অনুষ্ঠান মুলতো একটি বৃক্ষ প‚জার উৎসব। এ এলাকার সকল ধর্ম-বর্ণে মানুষ এ উৎসব উপভোগ করে।

ইউসুফপুর কারাম উৎসব উদযাপন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম শাখার সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা গামা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ ও সঞ্জয় কুমার উরাও প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo