• অপরাধ ও দুর্নীতি

খুলনায় এবার বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৭:২৯:১৯

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ খুলনায় পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি স্টিলের চাকু, একটি চাপাতি উদ্ধার করা হয়।

আটকরা হলেন উপজেলার বুলু মোল্লা (৪০), আবুল কালাম আজাদ ওরফে কালাম শেখ (২৪) ও খবির মোল্লা (৪৮)। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৬ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে র‌্যাব-৬ এর একটি দল জানতে পারে গাজীরহাট ইউপি কমপ্লেক্স ভবনের ভেতরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে রুমের ভেতর অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। খুলনার দিঘলিয়া থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য ( ০)





  • company_logo