• সমগ্র বাংলা

করোনাভাইরাস: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৫:২৩:১৫

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বগুড়ায় করোনাভাইরাসে সংক্রমণ কমলেও কমেনি মৃত্যু। জেলার দুই হাসপাতালে করোনা ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় দুইজন এবং দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় মৃতরা হলেন সদরের আমেনা খাতুন (৬৮) ও শিবগঞ্জের আ. রউফ (৭৬)। নতুন করে দুইজন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬৮০ জনে দাঁড়িয়েছে। যা আশপাশের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ। জেলা স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার মোট ৩৭১টি নমুনার ফলাফল এসেছে। এরমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২ জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ২ জন করোনা পজিটিভ ছিলেন।

নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে সদরে ১০, গাবতলী ২ এবং বাকি দুইজন শেরপুরের বাসিন্দা। এ নিয়ে বগুড়া জেলায় মোট ২১ হাজার ৩৪২জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৭৬ জন এবং ৮৬ জন চিকিৎসাধীন।

মন্তব্য ( ০)





  • company_logo