• আন্তর্জাতিক

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে তিনজনের মৃত্যু

  • আন্তর্জাতিক
  • ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪৫:৩৩

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ। সিচুয়ান প্রদেশের লুশিয়ান কাউন্টিতে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার পর এ ভূমিকম্প আঘাত হানে। খবর আলজাজিরার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। 

কিন্তু চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, ভূমিকম্পে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ জানিয়েছে, লুশিয়ান কাউন্টির বহু ঘর ধসে পড়েছে এবং আরও বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সিচুয়ানের স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানায়, বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে প্রায় ৬২ হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। চীনের পাহাড়ি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায়ই আঘাত হানে ভূমিকম্প। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় প্রায় ৮৭ হাজার মানুষ নিহত হন বা নিখোঁজ ছিলেন।

 

মন্তব্য ( ০)





  • company_logo