• শিক্ষা

ফরিদপুরে খুলেছে ১২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান

  • শিক্ষা
  • ১২ সেপ্টেম্বর, ২০২১ ১৩:১২:৩৩

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর রোববার ফরিদপুর জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এক হাজার দুইশ ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। দীর্ঘ সময় দরে থাকার পর শিক্ষাপ্রতিষ্টান খোলায় স্বতস্ফুর্তভাবে স্ব স্ব প্রতিষ্ঠানে আসছেন শিক্ষার্থীরা। তাদের দাবী, দীর্ঘদিন বন্ধের কারণে পড়া লেখায় যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা পুষিয়ে যাবে।

আর শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের সুরক্ষায় সামজিক দূরত্ব বজায় রাখা আর মাস্ক ব্যবহার নিশ্চিত করেই প্রতিষ্টান প্রবেশ করতে দেয়া হচ্ছে। পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজেশনের। প্রথম দিনে উপস্থিতি কিছুটা কম হলেও আগামী দু’এক দিনের মধ্যে উপস্থিতি বাড়বে বলে ধারণা শিক্ষকদের।

উল্লেখ্য, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল জানান, মাধ্যমিক স্তরের জেলার নয় উপজেলার ২৫১ স্কুল ও ৮০ মাদ্রাসা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, নয় উপজেলার আটশ ৮৮টি মিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo