• উদ্যোক্তা খবর

চাঁপাইনবাবগঞ্জে ৮৮ টি মহিলা সমিতি পেলো ২৭ লাখ টাকা অনুদান

  • উদ্যোক্তা খবর
  • ০৯ সেপ্টেম্বর, ২০২১ ১৯:১১:১৯

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকুলে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের ২০২০-২১ অর্থ বছরে বরাদ্দকৃত অনুদানের; টাকার চেক বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুদানের চেকগুলো বিতরন করা হয়। অনুদানের চেকগুলো তুলে দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রতিমন্ত্রী ঢাকার বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

এ বছর জেলাতে ৮৮ টি সমিতিতে নিবন্ধিত সেচ্ছাসেবী মহিলা সমিতিকে ২৭ লাখ ১৫ হাজার টাকা আনুদানের চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৬ টি সমিতিকে ৪ লাখ ৭৫ হাজার, শিবগঞ্জ উপজেলা ৯ টি সমিতিকে ২ লাখ ৬০ হাজার, নাচোল উপজেলায় ৪ টি সমিতিকে ১ লাখ ২০ হাজার, গোমস্তাপুর উপজেলায় ৫১ টি সমিতিকে ১৫ লাখ ৭০ হাজার, ভোলাহাট উপজেলায় ৬ টি সমিতিকে ১ লাখ ৯০ হাজার টাকার চেক দেয়া হয়। এছাড়া শিবগঞ্জ উপজেলাতে ২ টি সমিতিকে বিশেষ ১ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।

মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা তার বক্তব্যে বলেন; সারা দেশে প্রায় ২০ হাজার নিবন্ধিত সেচ্ছাসেবী মহিলা সমিতি আছে। যারা নারী ও শিশু নির্যাতন রোধ, বাল্য বিবাহ রোধ, মহিলা উদ্যোক্তা তৈরীর লক্ষে প্রতি বছরই নিবন্ধিত সমিতি গুলোকে অনুদান দেয়া হয়। এ বছর সারাদেশে ৩ হাজার ৫১৭ টি নিবন্ধিত মহিলা সমিতিকে ১২ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo