• উদ্যোক্তা খবর

শেরপুরে ব্যক্তি উদ্যোগে জেলা হাসপাতালে ২৫টি বেড প্রদান

  • উদ্যোক্তা খবর
  • ১২ আগস্ট, ২০২১ ১৫:৩৯:২৮

ছবিঃ সিএনআই

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়া ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের নতুন ভবনকে করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এরপরও রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। এ শয্যা সংকট দূর করতে এগিয়ে এসেছে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন ব্যক্তি।

এরই ধারাবাহিকতায় ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের নতুন ভবনের জন্য ১২টি শয্যা দিয়েছেন শেরপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুর রাজ্জাক। এছাড়া ঢাকাস্থ এশিয়া ট্রেডিং এর স্বত্বাধিকারী সজিব আল হাসান ১০টি, স্কাইলার্ক প্রিন্টার্সের স্বত্বাধিকারী দিদার হোসেন রোমান দুইটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বিল্লাল হোসেন একটিসহ মোট ২৫টি উন্নতমানের শয্যা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়।

১১ আগস্ট বুধবার বিকালে এ শয্যাগুলো গ্রহণ করেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ। এসম হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন, শেরপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সজীব হাসানের পক্ষে জাহাঙ্গীর হাসান কাজল, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংবাদিক মাসুদ হাসান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য ( ০)





  • company_logo