• শিক্ষা

আগামী ১০ সেপ্টেম্বর ডেন্টালের ভর্তি পরীক্ষা

  • শিক্ষা
  • ০৮ আগস্ট, ২০২১ ১৭:১৬:০১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মহামারির সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সম্প্রতি এ বিষয়ে প্রাথমিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

জানা গেছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে আগামী ১০ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই বৈঠক সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আয়োজিত ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন। সেখানে সর্বসম্মতিক্রমে আগামী ১০ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে বৈঠকে উপস্থিত ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য রবিবার (৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদন পাওয়া গেছে।

এর আগে গত ৬ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন সংখ্যা ৫৪৫টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন। ফলে এবার আসনপ্রতি ৯৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মন্তব্য ( ০)





  • company_logo