• অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে নারী মাদক ব্যবসায়ীর ৪ মাস কারাদন্ড 

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৩ আগস্ট, ২০২১ ১৬:৫৩:২২

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে মালেকা খাতুন নামে এক নারী ব্যবসায়ীর চার মাস কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমাবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান এই দন্ডাদেশ দেন। মালেকা সদর উপজেলার সংগলশী ইউনিয়নের ব্যাংমারী চিলাপাড়া এলাকার মন্টু মিয়ার স্ত্রী।

এরআগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার বাড়িতে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় ৫০০গ্রাম গাজাসহ মালেকা খাতুনকে আটক করা হয়। তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই নারীর চারমাস কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক খবির আহমেদ জানান, দন্ডপ্রাপ্ত ওই নারীকে সন্ধ্যার পর জেলা কারাগারে প্রেরণ করা হয়। দন্ডপ্রাপ্ত নারী চিহিৃত একজন মাদক ব্যবসায়ী। 

মন্তব্য ( ০)





  • company_logo