• আন্তর্জাতিক

মহামারি করোনা পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে : ফাউসি

  • আন্তর্জাতিক
  • ০২ আগস্ট, ২০২১ ১২:১৮:০০

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান করোনাভাইরাস মহামারির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা এবং মহামারি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি। ভারতে প্রথম শনাক্ত ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন তিনি।

স্থানীয় সময় রোববার (১ আগস্ট) এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ এই চিকিৎসা উপদেষ্টা বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। তবে এজন্য কোভিড-১৯ টিকা না নেওয়া মানুষকেই দোষারোপ করেছেন তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে ভাইরাসে নতুন করে সংক্রমণের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে করে সুরক্ষিত থাকতে অনেকেই টিকা নেওয়ার কথা ভাবছেন। তবে কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সন্দেহের কারণে দেশটির লাখ লাখ মানুষ এখনও টিকা নিতে ইচ্ছুক নন।

অবশ্য করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মার্কিন নাগরিকদের টিকা নিতে বরাবরই উদ্বুদ্ধ করে আসছেন ড. অ্যান্থনি ফাউসি। তিনি বলছেন, ‘টিকা নিয়ে আপনি নিজেকে গুরুতর অসুস্থ হওয়া এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করছেন। আর যারা টিকা নিচ্ছে না, তারা কার্যত ভাইরাসের বংশ বিস্তারে সাহায্য করছে।’

রোববার তিনি বলেন, ‘আপনি যদি সংক্রমণের সংখ্যার দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে- মহামারি পরিস্থিতির অবনতি হচ্ছে। গত সাতদিনের গড় সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলছেন, প্রায় ১০ কোটি মানুষ টিকা নেওয়ার যোগ্য হলেও এখনও পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেননি। ফাউসির ভাষায়, ‘আমরা লকডাউনের কথা ভাবছি না। কিন্তু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে আমরা আরও কষ্ট ও দুর্দশার মধ্যে পড়তে পারি।’

তিনি আরও বলেন, আর এজন্যই আমরা বার বার টিকা নেওয়ার কথা বলছি। এই সংকট সমাধানের উপায় হচ্ছে- টিকা নিতে হবে।

মন্তব্য ( ০)





  • company_logo