• অর্থনীতি

পুঁজিবাজার বন্ধ থাকবে আগামী ১ ও ৪ আগস্ট

  • অর্থনীতি
  • ২৯ জুলাই, ২০২১ ১৬:৪৯:৪৪

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী রবিবার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে আগামী সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১ আগস্ট) এবং চতুর্থ কার্যদিবস বুধবার (৪ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

গতকাল বুধবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

তবে ২, ৩ ও ৫ আগস্ট পুঁজিবাজারের লেনদেন এক ঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের লেনদেনের সময় বাড়িয়ে আড়াইটা পর্যন্ত করেছে।

উল্লেখ্য, বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী, আগামী ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo