• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে মানব পাচার চক্রের একজন সদস্য আটক   

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৮ জুলাই, ২০২১ ১৫:৫৬:২৪

ছবিঃ সিএনআই

ফরিদপুরপ্রতিনিধি: র‍্যাব -৮/ সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দীর্ঘদিন ধরে একজন মানব পাচারকারী দলের সদস্য বিভিন্ন জেলার হতে সহজসরল মেয়েদের মোটা অংকের বেতনের চাকুরী দেওয়াসহ টিকটক ভিডিও মডেল বানানোর প্রলোভন দেখিয়ে ফরিদপুর যৌন পল্লীসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।    

এ বিষয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায় এবং  (২৭ শে জুলাই)  রাতে র‍্যাব -৮/  সিপিসি-২  ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মানব পাচারকারী ০১টি মেয়েসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা যৌন পল্লীর ভিতর বিক্রয়ের জন্য অবস্থান করছে। 

 র‍্যাব-৮/ সিপিসি-২,  কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (২৭শে জুলাই) রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা যৌন পল্লীর ভিতর অভিযান পরিচালনা করে মানব পাচারকারী চক্রের সদস্য  মোঃ আদল কাজী(৫০), পিতা-মৃত ইমাম কাজী, সাং-পূর্ব গঙ্গাবর্দি, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করেন।

 এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ০১ জন ভিকটিম, ০১টি সীমকার্ডসহ ০১ টি মোবাইল এবং নগদ ১২,৫০০/- (বার হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।  কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমানজানান,উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  আমরা এই সমস্ত অপরাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার আছি ।    

মন্তব্য ( ০)





  • company_logo