• সমগ্র বাংলা
  • লিড নিউজ

চন্দনাইশে তথ্য আপার উঠান বৈঠক ও মাক্স বিতরণ 

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১০ জুন, ২০২১ ১৯:১৩:২০

ছবিঃ সিএনআই

মোজাহেরুল কাদের, চট্টগ্রাম জেলা প্রতিনিধি (দক্ষিণ)ঃ  চন্দনাইশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা তথ্য কেওেন্দ্রর আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে তথ্য আপার তথ্য আপার উঠান বৈঠক ও করোনা সচেতনতায় মাকস বিতরন করা হয়।গত ৯ জুন দ:হাশিমপুর ভান্ডারীপাড়া হাজী খলিল বদিউজ্জমান
দাখিল মাদরাসা প্রাংগনে তথ্যসেবা কর্মকর্তা শাপলা খাতুনের সভাপতিত্বে অনুষ্টিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতিরানী সরকার,মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা ছৌধুরী,জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্য সঞ্চিতা বড়–য়া,হাশিমপুর ইউপ চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌ:চট্টগ্রাম বিমান শ্রমিক ও আওয়ামীলীগ নেতা এফ এম দিদারুল আলম চৌধুরী,এতে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য জাহাংগির ,যুবলীগ নেতা সাইফুল ইসলাম,শহীদুল ইসলাম টিপু,প্রধান অতিুিথর বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে বাস্তবায়িত তথ্য আপা প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তির সম্পর্কে গ্রামীন নারীদের উদ্ধুদ্ধ করনে এবং তাদের দৈনন্দিন সমস্যা সমাধানে সাহায্য করা,ও তথ্য কেন্দ্রের মাধ্যমে ই-কমার্সের মাধ্যমে সহায়@তা প্রদান,ই-লার্নিং এর মাধ্যমে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করা হয়। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য ,আইন ,জেন্ডার,কৃষি ও ব্যবসা সম্পর্কিত ৬টি বিষয়ে সেবা প্রদান করা হয়। 

মন্তব্য ( ০)





  • company_logo