• জাতীয়

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক, দেশীয় অস্ত্র জব্দ

  • জাতীয়
  • ১০ জুন, ২০২১ ১৬:২৯:৪৮

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর লালবাগ, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ জন সদস্যকে আটক করেছে র‍্যাব-২। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এসব এলাকায় বুধবার (৯ জুন) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টা পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশালের ওসমান গণির ছেলের মো. আকাশ (২৭), শরিয়তপুরের হানিফ মিয়ার ছেলে ফয়সাল মাহমুদ (২৬), আব্দুল মোতালেবের ছেলে মিরাজুল করিম (২৩), জামালপুরের আব্দুর রহিমের ছেলে মো. ইমরান (১৯), হবিগঞ্জের মৃত এম এ তাদের চৌধুরীর ছেলে মামুনুর রশিদ চৌধুরী ওরফে জনি (৩০), ঢাকার মৃত সালাউদ্দিনের ছেলে ফারহান আহমেদ (২৩), মোসলেন মোল্লার ছেলে মাসুদ রানা ওরফে রাজ (২৪), কুদ্দুস তালুকদারের ছেলে ফেরদৌস (১৮), মো. আফজালের ছেলে আলভি (১৪), মো. খোকনের ছেলে মো. নয়ন (১৩), মুন্সিগঞ্জের আলি আকবরের ছেলে আল আমিন (২৬), জালাল বেপারীর ছেলে রাব্বি আল মামুন (২৩), বরিশালের নিজাম উদ্দিনের ছেলে মো. নাহিদ (১৮), ফরিদপুরের তুন্নু মাতব্বরের ছেলে মো. শান্ত (১৮), শেরপুরের মনির হোসেনের ছেলে সামি (১২), নরসিংদীর মো. জললের ছেলে মো. সাগর (১৩), মাদারীপুরের শাহীন আলমের ছেলে আশিকুল ইসলাম (১২)ও ময়মনসিংহের মো. জুয়েলের ছেলে মো. শান্ত (১৩)। 

আটককালে তাদের কাছ থেকে ১০টি ছুরি, ৩ টি ড্যাগার, ২টি ক্ষুর, ২টি এন্টিকাটার ব্লেড, ২টি তালা ভাঙ্গার যন্ত্র, ২টি গ্রীল কাটার যন্ত্র এবং ৮টি মোবাইল জব্দ করা হয়।

এ বিষয়ে র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুল হক বৃহস্পতিবার (১০ জুন) জানান, আটককৃতরা হলেন - স্থানীয় কিশোর গ্যাং গ্রুও ‘আকাশ গ্রুপ’  এবং ‘সামী গ্রুপ’ এর সদস্য। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত।

এছাড়াও টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ার/তৈরির মাধ্যমে ভাইরাল হওয়াসহ বিভিন্ন বয়সী নারীদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপনসহ বিভিন্ন অপরাধে তারা জড়িত।

এএসপি ফজলুল বলেন, আটক হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়ই এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এছাড়া নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাং এর সাথে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও তারা জড়াতো।

আটক হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে কিশোর অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-২ এর অভিযান অব্যহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

 

মন্তব্য ( ০)





  • company_logo