• জাতীয়

ঢাকা মেডিকেলে ২৪ দালাল আটক

  • জাতীয়
  • ১০ জুন, ২০২১ ১৫:৩১:২৭

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ  রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ২৪ জন দালালকে আটক করেছে র‍্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত। ঢামেক হাসপাতাল ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে এ অভিযান শুরু হয়। যা এখনো অব্যাহত রয়েছে।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এতে সহযোগীয় রয়েছে র‍্যাব-৩।

র‍্যাব জানান, প্রায়ই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের উৎপাতের কথা শোনা যায়। দালাল চক্ররা গ্রাম থেকে আসা সহজ সরল মামুষদেরকে অল্প খরচে ভালো চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। পরে গলাকাটা বিল ধরিয়ে দেয়। এক পর্যায়ে তারা রোগী ও রোগীর স্বজনদের জিম্মি করে এসব বিল আদায় করেন। 

এ বিষয়ে র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র‍্যাবের অভিযানে এখন পর্যন্ত ২৪ দালাল চক্রের সদস্য আটক হয়েছে। বর্তমানে অভিযান চলমান রয়েছে।
 

মন্তব্য ( ০)





  • company_logo