• কূটনৈতিক সংবাদ

লকডাউনেও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সেবা কার্যক্রম চালু থাকবে

  • কূটনৈতিক সংবাদ
  • ০১ জুন, ২০২১ ১২:৪৭:১৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা শ্রমিকদের বৈধতা দিতে ‘আনডকুমেন্টেড মাইগ্রেন্ট রিক্যালিব্রেশন প্ল্যান’ এবং ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ নামে দুটি প্রোগ্রাম চলমান রয়েছে যা চলবে ৩০ জুন পর্যন্ত। আর এই প্রক্রিয়ায় বৈধ হতে নতুন পাসপোর্টের আবেদন বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে কয়েকগুণ বেশি।

প্রবাসীদের পাসপোর্ট সরবরাহ কার্যক্রম সচল রাখার জন্য এই বৈশ্বিক মহামারিতেও চালু থাকবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সেবা কার্যক্রম চালু থাকবে। মালয়েশিয়া সরকারের ঘোষিত ১৪ দিনের লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে দূতাবাসের কর্মকর্তারা এই সেবা দেবেন।

স্থানীয় সময় সোমবার (৩১ মে) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (পলিটিক্যাল) ও দূতালয় প্রধান রুহুল আমিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকমিশন ইতোমধ্যে মালয়েশিয়ার পিনেং, জহুর বারু, ইপো, তেরেঙ্গানু, মুয়ার, কুচিং এ স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ কার্যক্রম চালু রেখেছে পাশাপাশি এবার থেকে নিম্নলিখিত স্থানেও পোস্ট অফিসের মাধ্যমে এই পাসপোর্ট সেবা প্রদান করা হবে।

রাজধানীর কুয়ালালামপুর জিপিও-৫০৬৭০, কেপংয়ের জিনজাং-৫২০০০, সুঙ্গাই ওয়াং-৫০২৫০, শাহ আলম জিপিও-৪০৬৭০, বান্দার বারু বাঙ্গি-৪৩৬৫০, রাওয়াং-৪৮০০০, কাজাং-৪৩০০০, ক্লাং-৪১৬৭০, মেলাক্কা জিপিও-৭৫৬৭০, জহুরের তাংকাক-৮৪৯০০ ও সেরেম্বান জিপিও-৭০০০০ এই পোস্ট অফিসগুলো থেকে প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে আবেদনের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে https://appointment.bdhckl.gov.bd/poslaju এই ঠিকানায় প্রবেশ করে চাহিত তথ্য পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদনের ২ কর্মদিবস পর উক্ত লিংকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলে স্বয়ংক্রিয় একটি ট্র্যাকিং নম্বর/বারকোড প্রদর্শন হবে। আর ওই ট্র্যাকিং নম্বর/বারকোড দিয়ে https://www.pos.com.my লিংকে Track and Trace অপশনে সার্চ করলে উক্ত পাসপোর্টের হালনাগাদ সম্পর্কে জানা যাবে।

সেবা প্রত্যাশীরা তাদের পছন্দ অনুযায়ী নির্ধারিত পোস্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহের সময় অবশ্যই পুরাতন মূল পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি এবং ছবিযুক্ত আইডি কার্ড নিয়ে সশরীরে উপস্থিত থেকে নিজের পাসপোর্ট নিজেই সংগ্রহ করতে হবে।

এছাড়া মালয়েশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করছেন তাদের ১২ রিঙ্গিত ও সাবাহ সারওয়াকে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ২০ রিঙ্গিত সার্ভিস চার্জ দিয়ে উল্লেখিত পোস লাজুর অফিস থেকে সংগ্রহ করতে হবে।

এদিকে লকডাউন চলাকালে পাসপোর্ট সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে সোমবার থেকে শুক্রবার অফিস চলাকালীন সময়ে হাইকমিশনের 0149447044, 0102834062, 0174086014, 0139123106, 0163072438, 01125747077 এই নম্বরে যোগাযোগ করতে পারবে। 

প্রসঙ্গত, মালয়েশিয়ায় করোনাভাইরাসের চতুর্থ ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ রোধে ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১৪ দিনের ফুল লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে দেশটির সরকার।

মন্তব্য ( ০)





  • company_logo