• অপরাধ ও দুর্নীতি

আশুলিয়ায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৮ মে, ২০২১ ১০:৪৯:০৩

ছবিঃ সিএনআই

সাভার প্রতিনিধিঃ আশুলিয়ায় ৪১৮ গ্রাম হিরোইনসহ নিজাম উদ্দিন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার নিজামউদ্দিন বি-বাড়িয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৪ জানায়, দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে প্রাইভেটকারযোগে বিশেষ কৌঁশলে ঝালাই করে গোপন চেম্বারের মাধ্যমে রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে হেরোইন পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে রাজধানী ঢাকায় হোরোইন পাচার করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৪১৮ গ্রাম হিরোইন ও নগদ প্রায় ২৬ হাজার টাকা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নিজাম উদ্দিন রাজশাহী থেকে রাজধানী ও আশপাশের এলাকায় মাদক পাইকারী ও খুচরা বিক্রয় করতো বলে স্বীকার করেছে। এব্যাপারে আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাব।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo