• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মালিকবিহীন ইয়াবা ও হেরোইন উদ্ধার 

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৬ মে, ২০২১ ১০:১৭:৪৮

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে মালিকবিহীন ইয়াবা ও হেরোইন আটক করেছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মঙ্গলবার (৪ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে সোনামসজিদ সীমান্তে ১৯৭ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন আটক করে।

রহনপুর ব্যাটালিয়ন এক প্রেসনোটে জানান, সোনামসজিদ বিওপি’র সুবেদার মো মোফাজ্জেল হোসেন এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৫ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থান হতে মালিকবিহীন ১৯৭ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সিজারমূল্য ১ লক্ষ ৫৯ হাজার ১শত টাকা মাত্র।

আটককৃত ইয়াবা ও হেরোইনের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

মন্তব্য ( ০)





  • company_logo