• অপরাধ ও দুর্নীতি

দেবীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৪ মে, ২০২১ ১০:৫২:৪৭

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ফার্মেসীসহ ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার(৩মে)দুপুরে দেবিগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বাজার মনিটরিংয়ে দেবিগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে ঔষুধ ফার্মেসী, হোটেল ও মুদির দোকানে অভিযান পরিচালনা করে পৃথক ভাবে মোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo