• জাতীয়
  • লিড নিউজ

সাত ডিসিকে অতিরিক্ত ডিআইজি ও ৬৩ এডিসিকে ডিসি পদমর্যাদায় পদন্নোতি

  • জাতীয়
  • লিড নিউজ
  • ০৩ মে, ২০২১ ১৫:২৭:০৯

ছবিঃ সংগৃহীত

নুরুল আমিন হাসানঃ ডিসি বা এসপি পদমর্যাদার সাতজনকে অতিরিক্ত ডিআইজি এবং অতিরিক্ত পুলিশ সুপার বা এডিসি পদমর্যাদার ৬৩ জনকে পুলিশ সুপার বা ডিসি পদমর্যাদায় পদন্নোতি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর পৃথক দুই প্রজ্ঞাপনে রোববার (০২ মে) এ পদোন্নতি দেয়া হয়। পুলিশ সদরদপ্তর রোববার রাতে এসব তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সুপার বা ডিসি থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে অতিরিক্ত ডিআইজিরা হলেন, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ, সিআইডি'র পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান, বিপ্লব বিজয় তালুকদার, এসবি'র মো. মনিরুজ্জামান এবং পুলিশ সদর দফতরের এআইজি শেখ রফিকুল ইসলাম।

যোগদানের তারিখ থেকে জনস্বার্থে জারি করা আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার বা এডিসি থেকে পুলিশ সুপার বা ডিসি পদমর্যাদায় পদোন্নতি প্রাপ্তরা হলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোমতাজুল এহসান আহম্মদ হুমায়ুন, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হানিফ, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) মনিরুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল কবীর, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া, বাংলাদেশ পুলিশের শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. ছোয়াইব, রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক, গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) মোঃ সাইফুল ইসলাম সানতু, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার-টিআর (বর্তমানে প্রেষণে সিনিয়র ইঞ্জিনিয়ার ট্রান্সমিশন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার)'র অতিরিক্ত পুলিশ সুপার এম নাজেম আহমেদ, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আ. ফ. ম. নিজাম উদ্দিন, যশোর জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন সিকদার, খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোতাজ্জের হোসেন, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, ডিএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কানাই লাল সরকার, ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন- ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসলাম শাহজাদা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ এ এম হুমায়ন কবীর, কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিম উল আহসান, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জসিম উদ্দিন, নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুব উজ জামান, খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার এহতেশামুল হক, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) কাজী এহসানুল কবীর, নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার, রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)'র অতিরিক্ত পুলিশ সুপার বেগম শিরিন সুলতানা, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম নাজমুল হক, যশোর জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ঝালকাঠি জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কাশেম মো. বাকি বিল্লাহ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এম এন মোর্শেদ, সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার, কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সৈয়দ রফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেগম মাহফুজা লিজা, পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোছা. শামীমা আক্তার, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) বেগম মাসুরা বেগম, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)'র অতিরিক্ত পুলিশ সুপার বেগম মুক্তা ধর, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার বেগম জয়িতা শিল্পী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোসা. নাজলী সেলিনা ফেরদৌসি ও বিশেষ শাখা (এসবি) ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার বেগম মাকসুদা আক্তার খানম।

উপরোক্ত কর্মকর্তাগণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদোন্নতি প্রাপ্ত পদে যোগদান পত্র প্রেরণ করবেন। জনস্বার্থে জারিকৃত একাদশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

মন্তব্য ( ০)





  • company_logo