• আন্তর্জাতিক

লেবাননের লেকে এবার ভেসে উঠেছে কয়েক টন মৃত মাছ

  • আন্তর্জাতিক
  • ০১ মে, ২০২১ ১৫:৫০:৪১

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননে একটি দূষিত লেকে কয়েক টন মৃত মাছ ভেসে উঠেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ। 

দেশটির স্থানীয় কয়েকজন জেলে লিটানি নদীর পাশে ওই লেকে মাছগুলো মরে যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছে না। তারা বলছেন, এর আগে এমন দৃশ্য তারা দেখেনি।

তবে দেশটির এক পানি বিশেষজ্ঞ বলছেন, প্রাথমিকভাবে মাছগুলো কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে কিংবা পানি দূষণের কারণেও মারা যেতে পারে।

বৃহস্পতিবার লেকটির পাঁচ কিলোমিটার তীরজুড়ে মৃত মাছগুলো পড়ে থাকতে দেখা গেছে। মাছগুলোকে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে। 

লিটানি নদীর কর্তৃপক্ষ নাসারাল্লাহ আল হাজ বলেন, আমরা ৪০ টন মৃত মাছ স্থানান্তরিত করেছি। এ ঘটনার পর মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

কারাউন নামের ওই লেকটি ১৯৫৯ সালে লিটানি নদীর ওপর জলাশয় হিসেবে জলবিদ্যুৎ উত্পাদন ও সেচের জন্য জল সরবরাহের তৈরি করা হয়েছিল।

তবে সম্প্রতি বিপুল পরিমাণে দূষিত পানি, শিল্প বর্জ্য, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক ও সারের কারণে লেকটিকে বিষাক্ত করে তুলেছে।

২০১৬ সালেও লেবাননে কারাউন লেকে প্রচুর মৃত মাছ ভেসে ওঠে। সে সময়ও পানি বিষাক্ত হয়ে যাওয়ার কারণকেই দায়ী করা। 

মন্তব্য ( ০)





  • company_logo