• শিশু সংবাদ

হিলিতে পাগলীর সন্তানকে দত্তক নিলেন নুরনবী দম্পতি!

  • শিশু সংবাদ
  • ২৯ এপ্রিল, ২০২১ ১৫:৩৯:০২

ছবিঃ সিএনআই

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে এলাকায় ঘুরে বেড়ানো এক পাগলী ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেয়।তার সন্তান প্রসবের পর নানা গুঞ্জনের সৃষ্টি হয় এলাকা জুড়ে।তবে সেই সন্তানটিকে দত্তক হিসেবে নিতে আবেদনও করেন বেশকিছু পরিবার। সব যাচাই-বাছাই শেষে আজ সেই সন্তানটিকে নুরনবী নামের এক দম্পতির কাছে হস্তান্তর করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের নুরনবী দম্পতিকে ছেলে শিশুকে দত্তক প্রদান করেন হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ  নুর এ আলম।

এ সময় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ ওয়াহিদ ফেরদৌস, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান উপস্থিত ছিলেন।

জানাগেছে, অপরিচিত এক পাগলী রাস্তায় একটি ছেলে সন্তান প্রসব করেন। এলাকাবাসী পাগলীকে হাসপাতালে ভতি করে দেয় এরপর  এবং ওই পাগলীর বাচ্চা দত্তক গ্রহনের জন্য ৪ পরিবার থেকে উপজেলা সমাজসেবা অফিসে আবেদন করেন। উপজেলা নিবার্হী অফিসার সর্তসাপেক্ষ নুরনবী দম্পতিকে সন্তানটি দত্তক প্রদান করেন। 

মন্তব্য ( ০)





  • company_logo