• সমগ্র বাংলা

হবিগঞ্জের লাখাইয়ে গণপিটুনিতে নিহত ২ ডাকাত

  • সমগ্র বাংলা
  • ১১ এপ্রিল, ২০২১ ১৫:৩১:৩৬

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের লাখাইয়ে গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। উপজেলার গুনিপুর গ্রামে ডাকাতিকালে জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। 

গতকাল শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গুণিপুর গ্রামে বেশ কিছুদিন ধরে ডাকাতদের উপদ্রুব বেড়ে গেছে। প্রায়ই গ্রামের মানুষ পাহারা দেয়। শনিবার গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল ওই গ্রামের জালাল মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন বের হয়ে ডাকাতদের ধাওয়া করে ২ জনকে আটক করে গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। নিহতরা হলো মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বাসিন্দা আব্দুল মালেক। তাদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 

রোববার (১১ এপ্রিল) দুপুরে তাদের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল জানান, রাতে টেলিফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনের লাশ পড়ে থাকতে দেখেন। গ্রামবাসী জানিয়েছে তারা ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হয়। নিহত দুজনের নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের পর মামলা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
 

মন্তব্য ( ০)





  • company_logo