• সমগ্র বাংলা

টাঙ্গাইলে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন

  • সমগ্র বাংলা
  • ১০ এপ্রিল, ২০২১ ১৩:০৮:৫৬

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে খাদে পড়ে গেছে বালুবাহী ট্রাক। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়কসহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর, সাটুরিয়া ও ঢাকাগামী সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার ০৯ এপ্রিল রাত ৯টার দিকে নাগরপুর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খালের ওপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে এবং মাঝখানে ডেবে গিয়েছিল। এরপরও ওই ব্রিজে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করতো। তবে দীর্ঘদিনেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি এলজিইডি কর্তৃপক্ষ। এ্লাকাবাসীর অভিযোগ, বারবার উপজেলা এলজিইডি কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাদের উদাসীনতার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, রাতে ঝুঁকিপূর্ণ ওই ব্রিজ দিয়ে একটি বালুবাহী ট্রাক পার হওয়ার সময় ভেঙে খাদে পড়ে যায়। এরপর থেকেই ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ট্রাকটি উদ্ধারে কাজ চলছে। তবে কোনো হতাহত হয়নি। উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ব্রিজ ভাঙার বিষয়টি জানা নেই। এদিকে ছুটির দিনে রাতে ফোন দেয়ায় বিরক্ত প্রকাশ করেছেন প্রকৌশলী মাহবুবুর রহমান।

মন্তব্য ( ০)





  • company_logo