• গণমাধ্যম

নওগাঁ জেলা প্রেসক্লাবের প্রয়াত তিন সদস্যের স্মরনে আলোচনা সভা

  • গণমাধ্যম
  • ১৩ মার্চ, ২০২১ ১৩:০৮:২৫

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা প্রেস ক্লাবের সদস্য সদ্য প্র‍য়াত তিন সাংবাদিককে স্মরণ করেছেন সহকর্মীরা। বৃহস্পতিবার(১১ মার্চ) বিকেলে নওগাঁ জেলা প্রেস ক্লাবের মিলনায়তনে প্রয়াত সাংবাদিক শাহজাহান আলী, বিশ্বনাথ দাস ও হাফিজুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন তারা।

বিকেল ৪টায় শুরু হওয়া এই  স্মরণ সভায় শুরুতেই সদ্য প্রয়াত ওই তিন সাংবাদিক স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁদেরকে স্মরণ করে বক্তব্য দেন সহকর্মীরা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি। অনুষ্ঠানে নওগাঁর গণমাধ্যম কর্মীরা ছাড়াও প্রয়াত তিন সাংবাদিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।      

 নওগাঁ জেলা প্রেস ক্লাবের যুগ্নসাধারন সম্পাদক শফিক ছোটনের সঞ্চালনায়  স্মরণসভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, নবির উদ্দিন, কায়েস উদ্দিন, এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলা, ফরিদ উদ্দিন তরফদার, কাজী কামাল হোসেন, প্রয়াত সাংবাদিক শাহজাহান আলীর ছোট ভাই জাহাঙ্গীর আলম, বিশ্বনাথ দাসের ছেলে সুবীর কুমার দাস, হাফিজুর রহমানের স্ত্রী শান্তনা পারভীন প্রমুখ।        

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহজাহান আলী গত ২৯ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পেশাগত জীবনে সর্বশেষ তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি বিশ্বনাথ দাস গত বছরের ১৫ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে নওগাঁ শহরের পার -নওগাঁ এলাকায় নিজ বাসায় মারা যান। দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান গত ২ ফেব্রুয়ারি বগুড়ার আদমদিঘী উপজেলা সদরে মসজিদে নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যান।

মন্তব্য ( ০)





  • company_logo