• আন্তর্জাতিক

ইয়েমেনে অভিবাসন কেন্দ্রে এবার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮, আহত ১৭০

  • আন্তর্জাতিক
  • ০৮ মার্চ, ২০২১ ১৮:৩২:০৪

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের রাজধানী সানায় একটি অভিবাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৭০ জনেরও বেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

গত রোববারের এ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের পাশাপাশি নিরাপত্তা রক্ষীও রয়েছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইওএমের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক কার্মেলা গোদু এক টুইটে জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ৯০ জনের অবস্থা আশঙ্কাজনক।

জাতিসংঘের সংস্থাটি আহতদের জরুরি স্বাস্থ্যসেবাসহ ভুক্তভোগীদের প্রয়োজনীয় খাদ্য সহায়তা দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

অভিবাসন কেন্দ্রটিতে আগুন লাগার কারণ এখনও অজানা। সেখানে ঠিক কতজন মানুষ ছিলেন, তাৎক্ষণিকভাবে সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

আইওএমের ধারণা, করোনাভাইরাস মহামারির কারণে উপসাগরীয় ও হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশগুলো চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইয়েমেনে আটকা পড়েন।

শরণার্থীসহ প্রতিবছর এক লাখেরও বেশি মানুষ হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশগুলো থেকে ইয়েমেনে প্রবেশ করেন মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোতে গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায়।

২০১৯ সালেও অন্তত ১ লাখ ৩৮ হাজার অভিবাসনপ্রত্যাশী ইয়েমেনে প্রবেশ করেছিলেন। তবে গত বছর মহামারি সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে এই সংখ্যা ৩৭ হাজারে নেমে আসে।
 

মন্তব্য ( ০)





  • company_logo