• সমগ্র বাংলা
  • লিড নিউজ

চাঁপাইনবাবগঞ্জ নানা কর্মসূচীতে মহান ২১ ফেব্রুয়ারি পালন

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১৭:৩৪:১২

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আজ মহান ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষ্যে রোববার সকাল ৮টায় শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচীর সূচনা করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে একটি বিশাল র‌্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারী কলেজে অবস্থিত শহীদ মিনারে এসে শেষ হয়। এখানে শহীদ মিনারের শহীদ বেদিতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ মো. আব্দুল ওদুদ বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, অধ্যাপক শরিফুল আলম, যুগ্ন সম্পাদক এ্যাড. মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সদস্য ও গ্রামীন ট্রাভেলসের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবুসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২১ শে ফেব্রুয়ারি ২০২১ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রাত ১২টা ১ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিবসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

মন্তব্য ( ০)





  • company_logo