• সমগ্র বাংলা

ফটিকছড়িতে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন

  • সমগ্র বাংলা
  • ০৮ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০৬:৩০

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধিঃ ১৮ জনকে টিকাদানের মধ্যে দিয়ে চট্টগ্রাম ফটিকছড়িতে কোভিড -১৯ করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সায়েদুল আরেফিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবেল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব প্রথম করোনা ভ্যাক্সিন গ্রহণ করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন, ডাক্তার হোসেন আল মামুন, ডাক্তার নাবেল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন সহ অন্যান্য উদ্বোধনী দিনে ১৮জন প্রথম দিনে করোনা ভ্যাকসিন নেন।

উপজেলায় প্রথম পর্যায়ে সাড়ে ১৫ হাজার মানুষকে এ টিকা দেয়ার সামর্থ রয়েছে। এখন (সোমবার সকাল) পর্যন্ত ৩শ ৪৮জনের ভ্যাক্সিন নেয়ার তথ্য আছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

 

মন্তব্য ( ০)





  • company_logo