• সমগ্র বাংলা
  • লিড নিউজ

নীলফামারীতে প্রথম করোনা টিকা নিলেন নার্স সেতু

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৭ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৪১:২৬

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নীলফামারীতেও করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। রোববার (৭ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে সম্মুখযোদ্ধা নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জেছমিন নাহার সেতু ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেন। এরপর সংবাদ কর্মী মীর মাহমুদুল হাসান আস্তাক, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর, পুলিশ পরিদর্শক মাহমুদ উন নবীসহ ১০জন ভ্যাকসিন গ্রহন করেন। ভ্যাকসিন প্রয়োগে ১১টি  টিমে ২২জন ভ্যাকসিনেটর ও ৪৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।      

নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার বিপিএম পিপিএম মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর  মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।          

মন্তব্য ( ০)





  • company_logo