• সমগ্র বাংলা

আনোয়ারায় চাঁদের গাড়ি-মালবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ৯

  • সমগ্র বাংলা
  • ০৭ ফেব্রুয়ারী, ২০২১ ১২:২৪:৩১

প্রতীকী ছবি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ এলাকায় পোষাক শ্রমিকের চাঁদের গাড়িকে মালবোঝাই ট্রাকের ধাক্কা দিলে নারীসহ ৯ জন আহত হয়েছে। রবিবার (০৭ ফেব্রæয়ারি) সকাল পৌনে ৮টার দিকে সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে মরিয়ম বেগম (২১), আবদুল করিম (২৫), সালমা আকতার (২২), সেলিনা আকতার (২০) মোস্তাফা (২৬), বখতিয়ার (২২), মনি আকতার (২০) মহিউদ্দিন (২৪) ওহাব (২৮) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে ৩ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি

হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
আনোয়ারা থানার এএসআই শামশুল হুদা জানান, সকালে শ্রমিকদের নিয়ে একটি চাঁদের গাড়ি কেইপিজেডের একটি গার্মেন্টসে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাকটি আটক রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo