• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে মাস্ক না পরায় ১৯ জনকে জরিমানা

  • সমগ্র বাংলা
  • ২৩ নভেম্বর, ২০২০ ১০:২৯:৪৯

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ কোভিড -১৯ এর সম্ভাব্য ২য় ঢেউ মোকাবেলায় দুর্যোগময় পরিস্থিতিতে ময়মনসিংহের  ঈশ্বরগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া অবাধে ঘোরাফেরা ও সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা করার অপরাধে ১৯জনকে ২১হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকালে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা চৌরাস্তা মোড় ও বাজারের বিভিন্ন দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) সাঈদা পারভীন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পথচারী, ক্রেতা-বিক্রেতাসহ মোট ১৯টি মামলায় ভিন্ন ভিন্ন পরিমাণে সংক্রামক রোগ- প্রতিরোধ ও নির্মুল আইন-২০১৮ এর আইনে এ জরিমানা করেন।

সারাদেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের হাত থেকে জনসাধারণকে সুরক্ষার জন্য উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন করোনা ভাইরাসের শুরু থেকেই জনসাধারণকে বিভিন্নভাবে জনসচেতনতা চালিয়ে যাচ্ছেন। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়াসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

মন্তব্য ( ০)





  • company_logo