• প্রশাসন

শেখ হাসিনা সেনানিবাসে পতাকা উত্তোলন প্যারেড অনুষ্ঠিত

  • প্রশাসন
  • ২৯ অক্টোবর, ২০২০ ১০:৫২:৪৭

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ  বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্বাবধায়নে শেখ হাসিনা সেনানিবাসে স্বাস্থ্যবিধি মেনে সদর দপ্তর ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, প্যারা কমান্ডো ব্রিগেড, সদর দপ্তর ২৮ পদাতিক ব্রিগেড এবং ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২সিগন্যাল ব্যাটালিয়ান, ৬৬ ইস্ট বেংগল, ৪৩বীর এবং ৪০এসটি ব্যাটালিয়ান এর পতাকা উত্তোলন প্যারেড অনুষ্ঠিত হয়।বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শেখ হাসিনা সেনানিবাসে ভিডিও টেলি কনফারেন্স (ভিসিটি) এর মাধ্যমে পতাকা উত্তোলনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় শেখ হাসিনা সেনানিবাসে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসিজি, প্রধানমন্ত্রীর পক্ষে বর্নিত ব্রিগেড ও ইউনিট সমূহের পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন প্যারেড শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর এই দিনে ৭পদাতিক ডিভিশনের অধীনে বিভিন্ন ব্রিগেড/ ইউনিটের পতাকা উত্তোলন হলো। নব গঠিত এসব ব্রিগেড ও ইউনিট সমূহ দক্ষিনাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ জনগণের স্বপ্ন পূরণে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি দেশ গঠন ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় এবং আর্ন্তজাতিক পরিমন্ডলে সেনাবাহিনীর আত্মত্যাগ ও অসামান্য অবদানের কথা স্মরণ করেন। এছাড়াও তিনি সদর দপ্তর ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, প্যারা কমান্ডো ব্রিগেড, সদর দপ্তর ২৮ পদাতিক ব্রিগেড এবং ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২সিগন্যাল ব্যাটালিয়ান, ৬৬ইস্ট বেংগল, ৪৩বীর এবং ৪০এসটি ব্যাটালিয়ান গৌরবময় ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সেনাবাহিনীর চৌকশ ইউনিট হিসেবে নিজেদের অবস্থান সুসংহত ও সুদৃঢ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন । উক্ত অনুষ্ঠানে উর্ধ্বতন সেনা কর্মকর্মাগণ, বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদবীর সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo