• রাজনীতি

করোনাকালেও বাংলাদেশ সরকারের উন্নয়ন থেমে নেই: এমপি জ্যাকব

  • রাজনীতি
  • ২৪ অক্টোবর, ২০২০ ১৭:৩৩:০১

ছবিঃ সিএনআই

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, করোনাকালেও বাংলাদেশ সরকারের উন্নয়ন থেমে থাকেনি। দেশের জনগনের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। গতকাল শনিবার ভোলা জেলার মধ্যে একমাত্র চরফ্যাশন উপজেলাধীন শশীভূষণ থানায় ৫ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতলের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে জ্যাকব এসব কথা বলেন। চলিত পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভোলা জেলায় শুধুমাত্র একটি ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল অনুমোদিত হয় উল্লেখ করে সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, প্রাকৃতিক দূর্যোগ এবং প্রতিকূল পরিস্থিতি থেকে মানুষকে বাচাঁতে বহুমাত্রিক উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ স্বপ্ন দেখছে সামনে এগিয়ে যাওয়ার উল্লেখ করে জ্যাকব আরো বলেন, করোনার মধ্যেও থেমে নেই তৃর্ণমূল পর্যায়ে উন্নয়ন কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। 

অনুষ্ঠানে স্থানীয় রসুলপুর ইউপি চেয়ারম্যান মো.জহির পন্ডিতের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ওই সময় তাঁর সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো.মোরশেদ, বিচ্ছিন্নদ্বীপ কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, ও দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। সন্ধ্যা চরফ্যাশন কালিবাড়ি শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে গিয়ে চরফ্যাশন ও মনপুরায় ৫লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন। 

মন্তব্য ( ০)





  • company_logo