• প্রশাসন
  • লিড নিউজ

কুড়িগ্রামে বানভাসীদের হাতে খাবার তুলে দিলেন এসপি মহিবুল ইসলাম

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ২৩ জুলাই, ২০২০ ১৫:৪০:৩৮

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের বানভাসী মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। বুধবার(২২ জুলাই) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে বন্যা কবলিত এলাকা কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন ও বাঁধে ৫০০ শতাধিক বানভাসী মানুষের মাঝে শুকনা খাবার চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট ও খাবার স্যালাইন বিতরণ করেন পুলিশ সুপার। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার উৎপল রায়,সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহ্ফুজার রহমান প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, কুড়িগ্রাম জেলায় প্রতি বছরেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।নদী তীরবর্তী মানুষ ভাঙনে ও বন্যায় অসহায় জীবন-যাপন করেন।মানুষের দূর্ভোগ লাঘবে স্থায়ী সমাধান প্রয়োজন।জেলা পুলিশের পক্ষ থেকে বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায় মানুষের পাশে সবসময় জেলা পুলিশ থাকবে।আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। উল্লেখ্য, জেলায় দরিদ্র, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, করোনা ও বানভাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

মন্তব্য ( ০)





  • company_logo