• জাতীয়

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার মঞ্জু লড়ছেন কাউন্সিলর পদে

  • জাতীয়
  • ২২ জানুয়ারী, ২০২০ ১৬:৪৪:৪৩

সিএনআই ডেস্ক: শুদ্ধি অভিযানে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আলোচিত-সমালোচিত ময়নুল হক মঞ্জু এবারো কাউন্সিলর পদে লড়ছেন। এ নিয়ে আওয়ামী লীগ ছাড়াও স্থানীয় ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
কারাগারে থাকলেও এবারো একই ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন মঞ্জু। এলাকায় ঝুলছে পোষ্টার। নীরবে তার পক্ষে প্রচারণাও চলছে। গেল বছর ৩১শে অক্টোবর  চাঁদাবাজিসহ নানান অভিযোগে গ্রেপ্তার হন ঢাকা দক্ষিণ সিটির ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা ময়নুল হক মঞ্জু। গ্রেপ্তারে স্থানীয়রা মিষ্টিও বিতরণ করেছিল। দক্ষিণ সিটির ৯ নম্বর ওয়ার্ডের আলোচিত- বরখাস্ত হওয়া কাউন্সিলর ও যুবলীগের বহিস্কৃত নেতা মমিনুল হক সাঈদ। ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর সময় ছিলেন বিদেশে। অভিযানের পর আর আসেননি দেশে। তফসিল ঘোষণার পর  মমিনুল হক সাঈদ চেষ্টা চালান আবারো নির্বাচনের। সংগ্রহ করেন প্রার্থীতার ফরমও। তিনি নির্বাচন না করলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে আছেন স্ত্রী ফারহানা আহমেদ বৈশাখী। সাঈদের স্ত্রী বৈশাখীর পোষ্টারে ছেয়ে আছে পুরো এলাকায়। রয়েছে সরব নির্বাচনী প্রচারণাও। সাঈদের স্ত্রীর দাবি, তার স্বামী মিডিয়া ট্রায়ালের শিকার। প্রচারণায় বাধা দেয়া হচ্ছে ও নানা রকম চাপও রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo