• রাজনীতি

ঢাবি ভিসির কাছে ভোট চাইলেন ইশরাক

  • রাজনীতি
  • ২৩ জানুয়ারী, ২০২০ ১২:৫১:৩৩

সিএনআই ডেস্ক: দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে ভোট চেয়েছেন। উপাচার্যও ইশরাককে স্বাগত জানান। আজ বৃহস্পতিবার সকালে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ইশরাক ভোট প্রার্থনা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে থেকে তিনি দিনের নির্বাচনি কর্মসূচি শুরু করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক বলেন, ‘যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নই। তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমার বাবা, আমার মা, আমার বোন এখান থেকে পড়াশোনা করেছেন। আমি এখানে এসেছি আপনার কাছে দোয়া চাইতে। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল রাজনীতি করার। এ জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি যদি মেয়র নির্বাচিত হই, তাহলে সিটি করপোরেশনের সব সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করব। এ ছাড়া মানুষের সব ধরনের অধিকার নিয়ে আমি কাজ করতে চাই।’ এ সময় ঢাবি ভিসি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘আশা করছি সামনের নির্বাচনে একটি সুষ্ঠু ও সাবলীল পরিবেশ থাকবে। এখানে আসার জন্য আমি আপনাদের স্বাগত জানাচ্ছি।’ পরে ঢাবি এলাকায় প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক বলেন, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে রয়েছি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রয়েছি। মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক। ভোটের দিন যদি সে রকম কোনো পরিস্থিতি হয়, তাহলে জনগণই সিদ্ধান্ত নেবে, তারা কীভাবে তাদের অধিকার সংরক্ষণ করবে এবং তারা তাদের প্রতিবাদ জানাবে। তিনি নির্বাচিত হলে এই এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য ( ০)





  • company_logo