• রাজনীতি

সংখ্যা দেবে ইভিএম, আর পর্যবেক্ষকরা বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে: আমীর খসরু

  • রাজনীতি
  • ২৭ জানুয়ারী, ২০২০ ১৯:০৯:১৫

সিএনআই ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংখ্যা দেবে ইভিএম এবং ভোটের দিন সন্ধ্যার সময় পর্যবেক্ষকরা বলবে ভোট সুষ্ঠু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন তিনি। ২২টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্যে ১৮টির কোনো ওয়েবসাইট নাই বলেও দাবি করেন আমির খসরু। তিনি বলেন, এদের অধিকাংশকে খুঁজে পাওয়া যাবে না। তাদের লোকবলও নাই। পর্যবেক্ষক সংস্থাগুলোয় বেশিরভাগেই আওয়ামী লীগের দলীয় লোকজন। তারা সন্ধ্যার সময় বলবে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইভিএমের ব্যাপারে তো বলার দরকার নাই। ইভিএম সংখ্যা দেবে আর পর্যবেক্ষকরা এটাকে স্বাগত জানাবে। দেশের যে অবস্থা, যে দখলদারিত্ব খবরদারির রাজনীতি চলছে, এই রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগকে আক্রমণ করেছে, এ কথা বিশ্বাস করার কারণ আছে? আর মামলা তো উল্টো হয়। আপনাকে মারবে, আবার মামলাও দেবে। এটা বাংলাদেশের নিউ নর্মস, নতুন নিয়ম। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের শতাধিক নির্বাচনি অফিস রয়েছে ফুটপাতের ওপর বলে অভিযোগ করেন খসরু। এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এগুলো সাথে সাথে ভেঙে ফেলা। এরপর যদি আবার করে তাদেরকে শোকজ ও জরিমানা করা হবে। তারপরে যদি আবার করে তাদের প্রার্থিতা বাতিল করা হবে। এটা হচ্ছে আইন। এর কোনো আইন মানা হচ্ছে না। খসরু বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডটা কোথায় তাহলে? এই ধারা যদি নির্বাচনের দিন পর্যন্ত চলে তাহলে এটা কী লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে। একটি দল রাস্তা, ফুটপাত, ল্যাম্পপোস্ট দখল করে মাইকিং করে যাচ্ছে সময় ছাড়াই – কিছুই মানছে না আওয়ামী লীগের প্রার্থীরা। আইনকানুন ভঙ্গ করে নির্বাচন করার যে সংস্কৃতি, এটা কী হঠাৎ করে নির্বাচনের দিন পরিবর্তন হয়ে যাবে? এটা বিশ্বাস করার কোনো কারণ আছে? কোনো কারণ নাই।

মন্তব্য ( ০)





  • company_logo