• বিনোদন

কলকাতার লোক বাংলা গান শোনে না

  • বিনোদন
  • ২৫ জানুয়ারী, ২০২০ ১৩:৫৯:৪৩

বিনোদন ডেস্ক: কলকাতা শহরে এখন যে কটি এফএম রেডিও স্টেশন আছে, তাদের রেডিও জকিরা সবাই কথা বলেন মূলত হিন্দি এবং ইংরেজিতে, তার সঙ্গে খুব সামান্য বাংলা মেশানো এক জগাখিচুড়ি ভাষায়।কলকাতার জনপ্রিয় টাইমস রেডিও মির্চি, বিগ এফএম এবং ফ্রেন্ডস এফএম- সবাই বেশি বাজায় হিন্দি গান।
এক্ষেত্রে ব্যতিক্রম ছিল একমাত্র আমার এফএম চ্যানেলটি। সেটিও বন্ধ হয়ে গেল। যদিও বলা হচ্ছে, সাময়িক বন্ধ থাকবে সম্প্রচার, কিন্তু যারা এফএম বাণিজ্য সম্বন্ধে খোঁজখবর রাখেন, তারা সবাই জানেন, বিজ্ঞাপনী পৃষ্ঠপোষকতা না পেয়ে দীর্ঘদিন ধরেই ধুঁকছিল চ্যানেলটি। কেন বিজ্ঞাপন আসছিল না?‌ কারণ, কলকাতার লোক নাকি বাংলা গান শুনতে আজকাল আর পছন্দ করেন না! তবে কলকাতার লোকজন বাংলা গান শোনে না, এ সংকট কিন্তু আজকের নয়। গত কয়েক দশক ধরে চলছে এমনটি। অন্য এফএম চ্যানেলগুলোর ক্ষেত্রে সরাসরি সে কথা না বলে অবশ্য বলা হয়, দিল্লি, মুম্বাই, বা বেঙ্গালুরুতে তাদের সদর দপ্তরের সেরকমই নির্দেশ। বাংলা গান না বাজানোর যে সিদ্ধান্ত নেওয়া হয় জনমত সমীক্ষা, শ্রোতাদের পছন্দ-অপছন্দ এবং বাজার যাচাইয়ের ভিত্তিতে। অথচ একটা সময় বাংলা ব্যান্ডের গান জনপ্রিয় করতে খুব বড় ভূমিকা নিয়েছিল আমার এফএম। ভূমি, চন্দ্রবিন্দু, শহর, বা ক্যাকটাস-এর মতো বাংলা ব্যান্ডই শুধু নয়, রূপঙ্কর, রাঘব, মনোময়-এর মতো এখনকার বাংলা আধুনিক গানের শিল্পীদের গানের মঞ্চ হয়ে উঠেছিল এই এফএম চ্যানেল। তাই এই চ্যানেলের অকাল সমাপ্তি বাংলা গানের জন্যে এক বড় ধাক্কা। ডয়চে ভেলেকে বললেন চন্দ্রবিন্দুর মূল গায়েন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

মন্তব্য ( ০)





  • company_logo