• বিনোদন

মানুষের জন্য হিরো থেকে জিরো হতে হলে তাই হবো: ইলিয়াস কাঞ্চন

  • বিনোদন
  • ১৩ ডিসেম্বর, ২০১৯ ১৪:২১:১৬

সিএনআই ডেস্ক: নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন মন্তব্য করেছেন, মানুষের জন্য হিরো থেকে জিরো হতে হ‌লেও আমি তাই হবো। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস ২০১৯ উপলক্ষে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন। পিএইচএফবিডির চেয়ারম্যান প্রফেসর ড. শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য বিভাগ প্রফেসর ড. হাফিজা, আরজুমান, ডক্টর মেহেদি হাসান ওয়ালিসহ অনেকে। ইলিয়াস কাঞ্চন বলেন, কোন কিছুর পিছনে লেগে থাকলে সফলতা আসবেই। আমি দীর্ঘ ২০ বছর নিরাপদ সড়ক আন্দোলন চালিয়ে যাচ্ছি‌‌। আমাকে অনেকেই বলেছিলেন নিরাপদ সড়ক আন্দোলন না করার জন্য। আমি তবুও আন্দোলন চালিয়ে গেছি। তখন তারা বলেছিলেন, তুমি আন্দোলনে গেলে হিরো থেকে জিরো হয়ে যাবে। আমি তখন বলেছিলাম মানুষের জন্য যদি জিরো হতে হয় তাহলে আমি তাই হবো। ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে অনেক বাধা অতিক্রম করেছি। নিজের লক্ষ্যের পেছনে লেগে থাকা মানে প্রমিস কে রক্ষা করা।

মন্তব্য ( ০)





  • company_logo