• বিনোদন

বারী সিদ্দিকীর ২য় মৃত্যুবার্ষিকী আজ

  • বিনোদন
  • ২৪ নভেম্বর, ২০১৯ ১২:৫৯:৪৬

বিনোদন ডেস্ক: প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক ও সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে না ফেরার দেশে চলে যান তিনি। মাত্র সাত-আট বছর বয়সেই মা জহুর-উন-নিসার কাছে গান শেখা শুরু করেন। ১৯৯৫ সালে বিটিভির ‘রং-এর বারৈ’ অনুষ্ঠানে প্রথম গান করেন তিনি। তবে মার কাছ থেকে জীবনে তিনি প্রথম যে গানটির সুর বাঁশিতে তুলে নিয়েছিলেন সেই সুরটিই তিনি পরবর্তীতে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ব্যবহার করেছিলেন। সেটি ছিল শ্যাম বিচ্ছেদের একটি সুর। তার জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে, ‘শুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’। এরপর তিনি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। তার গাওয়া গান নিয়ে বেরিয়েছে অডিও অ্যালবাম।

মন্তব্য ( ০)





  • company_logo