• খেলাধুলা

দ্বিতীয় দিনের শুরুতে রাহীর জোড়া আঘাত

  • খেলাধুলা
  • ১৫ নভেম্বর, ২০১৯ ১১:৪৩:২৪

স্পোর্টস ডেস্ক:  দ্বিতীয় দিনের শুরুটা এর চেয়ে ভালো হতে পারতো না বাংলাদেশ দলের জন্য।  তবে প্রথম দিনের ধারাবাহিকতা ধরে রেখে এদিনও ক্যাচ ড্রপ করেছে টাইগাররা। তবে ডানহাতি পেসার আবু জায়েদ রাহীর নৈপুণ্যে দিনের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। প্রথমে ফিফটি করা চেতেশ্বর পূজারা এবং পরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে শূন্য রানে ফেরত পাঠিয়েছেন এ পেসার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৩০ রান। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল খেলছেন ৫৮ রান নিয়ে ও আজিঙ্কা রাহানে খেলছেন ১০ রান নিয়ে। দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন রাহী। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল কাট করতে যাওয়ায় পূজারার ব্যাটের কানায় লেগে ক্যাচ চলে যায় তৃতীয় স্লিপে। মাথার ওপর দিয়ে খুব দ্রত যাওয়া বলে হাত লাগিয়েছিলেন মিরাজ। কিন্তু ধরতে পারেননি। আগের দিন রাহীর বলে স্লিপে মায়াঙ্ক আগারওয়ালের সহজ ক্যাচ ফেলেছিলেন ইমরুল কায়েস। ক্যাচ মিসের পর রাহীকে টানা দুই চারে ফিফটি পূরণ করেন চেতেশ্বর পুজারা। ৬৮ বলে ফিফটি করতে ৯টি চার মারেন ডানহাতি এই ব্যাটসম্যান। এক ওভার পর ঠিকই পূজারাকে প্যাভিলিয়নের পথ দেখালেন রাহী। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেছিলেন পূজারা। কাটিং এজ হয়ে ক্যাচ যায় গালিতে। বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণভাবে বল তালুবন্দি করেন মিরাজের বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামা সাইফ। বিদায়ের আগে অবশ্য ৭২ বলে ৯ চারে পূজারা করেন ৫৪ রান। ভারতের সংগ্রহ তখন ২ উইকেটে ১০৫ রান। এর ১৪ রান পর অধিনায়ক কোহলিকে খালি হাতে ফিরিয়েছেন রাহী। রাহীর অফ স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা বল ফ্রন্টফুটে খেলতে গিয়ে মিস করেন কোহলি। বল লাগে তার প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশ আম্পায়ার কলের বিপরীতে রিভিউ নিলে রিপ্লেতে দেখা যায়, ইম্প্যাক্ট লাইনেই ছিল, বল আঘাত হানত লেগ স্টাম্পে। তাতে পাল্টে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। বাংলাদেশ পায় সাফল্য। কোহলির আউটের সময় ভারতের রান ৩ উইকেটে ১১৯। এর আগে বৃহস্পতিবার ভারতের ইন্দোরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৫০ রানে অল আউট হওয়ার পর প্রথম দিন শেষে রোহিতের উইকেট হারিয়ে ভারত তোলে ৮৬ রান।

মন্তব্য ( ০)





  • company_logo