• খেলাধুলা

নিয়ম ভেঙে ঢাকা প্লাটুনে মাশরাফি!

  • খেলাধুলা
  • ১৮ নভেম্বর, ২০১৯ ০৮:৩০:৩৫

স্পোর্টস ডেস্ক: নতুন আঙ্গিকে শুরু হওয়া বিপিএল প্লেয়ার্স ড্রাফটে দেশি প্লেয়ারদের ক্যাটাগরিতে প্রথম রাউন্ডের কল গেল, দ্বিতীয় রাউন্ড শেষে দেশি প্লেয়ারদের তালিকায় তৃতীয় কলটিও গেল। কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজার নাম কেউ উচ্চারণ করলেন না। অবশেষে চতুর্থ রাউন্ডের দ্বিতীয় কলে টাইগার ওয়ানডে দলপতিকে ডেকে নিল ঢাকা প্লাটুনস। সব কিছু ঠিক থাকলে বঙ্গবন্ধু বিপিএলে ঢাকার হয়ে খেলবেন ৫ বারের বিপিএল শিরোপা জয়ী ম্যাশ। মাশরাফি সতীর্থ হিসেবে পেয়েছেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়কে। দু’জনই প্রথম রাউন্ডে দল পান। বিপিএলে চারটি শিরোপা জিতেছেন মাশরাফি। ২০১২ ও ২০১৩ সালে তার নেতৃত্বে টানা দুইবার চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ২০১৭ সালে রংপুর রাইডার্সের ট্রফি হাতে নেন তিনি। আগামী ১১ ডিসেম্বর বিপিএল শুরুর তিন দিন আগে ৮ ডিসেম্বর টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বিশেষ বিপিএল হতে যাচ্ছে। এবার কোনও ফ্র্যাঞ্চাইজি নেই। বিপিএলের আয়োজন ও দল ব্যবস্থাপনা সবই করবে বিসিবি। ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান,আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, মাশরাফি বিন মুর্তজা, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, লরি ইভান্স। খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, শহিদুল ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক। রাজশাহী রয়েলস: লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চৌধুরী রাহী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, ফরহাদ রেজা,অলক কাপালি,রবি বোপারা, হজরতুল্লাহ জাজাই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন,কাজী নুরুল হাসান সোহান,এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস। রংপুর রেঞ্জার্স: মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি,তাসকিন আহমেদ, ফজলে রাব্বি, জাকির হাসান, নাদিফ চোধুরী, মোহাম্মদ নবী, শাই হোপ। কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, আল-আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, সানজামুল হক, আবু হায়দার রনি, নাহিদুল, সুমন খান, কুশল পেরেরা, মুজিব-উর রহমান। সিলেট থান্ডার্স: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, নাইম হাসান, দেলোয়ার হোসেন,মনির হোসেন খান, শেরফেইন রাদারফোর্ড,শফিকুল্লাহ শাফাক।

মন্তব্য ( ০)





  • company_logo