• খেলাধুলা

টেস্টে ব্যাটিংয়ে প্রথম দিনটা অস্ট্রেলিয়ার!

  • খেলাধুলা
  • ০৫ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০৪:৫২

চোট থেকে ফিরেছেন চতুর্থ টেস্টে। আর ফিরেই সেই পুরনো স্মিথই যেন মাঠে নামলেন। ভয়ডরহীন পিওর ক্লাসে প্রথম দিনটা রইলো স্মিথময়। তার পরিবর্তে দলে সুযোগ পাওয়া ল্যাবুশেনও কম আলো ছড়ালেন না। তবে দিন শেষের আগেই সাজঘরে ফিরে যেতে হয়েছে তাকে। আউট হওয়ার আগে তুলে নিয়েছেন এই সিরিজে নিজের টানা চতুর্থ ফিফটি। যদিও দিনের শেষ ভাগে মাঠে হানা দিয়েছিল বৃষ্টি। তবে বৃষ্টি ছাড়া বাকি দিনটা ছিল অস্ট্রেলিয়ারই। এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরুটা একদমই ভাল হয়নি অজিদের। প্রথম ওভারেই ব্রডের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার ডেভিড ওয়ার্নার। অ্যাশেজ সিরিজে নিজেকে খুঁজে ফেরা ওয়ার্নার বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই। এর কিছু পরে আবারও আঘাত হানেন ব্রড। এবার তার শিকার ২৪ বলে ১৩ রান করা মারকাস হারিস। তবে এরপর অস্ট্রেলিয়াকে পথ দেখাতে শুরু করেন ল্যাবুশেন-স্মিথ জুটি। দুজন মিলে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে যোগ করেন ১১৬ রান। দলীয় ১৪৪ রানে ফিরে যান ল্যাবুশেন। ক্রেইগ ওভারটনের বলে বোল্ড হয়ে ফেরার আগে ১০ চারের সুবাদে ১২৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। এরপরে মাচের হাল ধরেন স্মিথ। তুলে নেন নিজের অর্ধ শতক। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন ট্র্যাভিস হেড। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪৪ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান। স্মিথ অপরাজিত থাকেন ৬০ রানে। অন্যপ্রান্তে ১৮ রানে অপরাজিত থাকেন হেড। অস্ট্রেলিয়া – প্রথম ইনিংসঃ ১৭০/৩*; ৪৪ ওভার (হারিস ১৩, ওয়ার্নার ০, ল্যাবুশেন ৬৭, স্মিথ ৬০*, হেড ১৮*; ব্রড ২/৩৫, আর্চার ০/২৮, স্টোকস ০/৩৬, লিচ ০/১৮, ওভারটন ১/৪১) সিরিজঃ ৫ ম্যাচ সিরিজের ৩ ম্যাচ শেষে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ১-১ সমতায়

মন্তব্য ( ০)





  • company_logo