• খেলাধুলা

দ্বিতীয় সেশনে ম্লান স্বাগতিক বোলাররা!

  • খেলাধুলা
  • ০৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৫৬:৪৩

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় সেশন নিজেদের করে নিল আফগানিস্তান। প্রথম সেশনে বাংলাদেশ সাফল্য পেলেও দ্বিতীয় সেশনে উইকেট শুন্য থাকতে হলো বাংলাদেশকে। প্রথম সেশনে তিন উইকেট তুলে নিয়েছিল আফগানিস্তানের। ৭৭ রানে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শুরু করেছিল আফগানরা। দ্বিতীয় সেশনে যেন বাংলাদেশকে চেপে ধরে আফগানের দুই ব্যাটসম্যান রহমত শাহ ও আসঘর আফগান। ২১ রান করে প্রথম সেশনে অপরাজিত ছিলেন রহমত শাহ। দ্বিতীয় সেশনে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পেয়েছেন তিনি। তার সঙ্গে তাল মিলিয়ে রান করেছেন আসঘর আফগানও। দুইজনেই বেশ দায়িত্বশীল ব্যাটিংই করেন। দুই ব্যাটসম্যান মিলে গড়েন রানের ১১৪ রানের জুটি। দ্বিতীয় সেশন শেষে ৯৭ রান করে অপরাজিত রয়েছেন রহমত এবং ৪৮ করে অপরাজিত রয়েছেন আসঘর। প্রথম সেশনে তিনটির মধ্যে দুইটিই নিয়েছিলেন তাইজুল ইসলাম এবং একটি পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। একমাত্র পেসার হিসেবে দলে ছিলেন সৌম্য সরকার। তাকে দিয়ে বোলিং করানো হলেও সাফল্যর দেখা পাননি তিনি। এর আগে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ব্যক্তিগত ৯ রান করা ইহসানউল্লাহ জান্নাতকে বোল্ড করেন তাইজুল ইসলাম। দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৯ রান। দলকে দ্বিতীয় ব্রেক-থ্রুও এনে দেন তাইজুল। ব্যক্তিগত ২১ রান করা ইব্রাহিমকে ফেরান তিনি। ইনিংসের তৃতীয় উইকেটটি আসে প্রথম সেশনের শেষের দিকে। মাহমুদউল্লাহর বলে স্লিপে ক্যাচ তুলে দেন হাসমতউল্লাহ শহীদি। তিনি আউট হন ১৪ রান করে। সংক্ষিপ্ত স্কোরঃ আফগানিস্তান (প্রথম ইনিংস) ১৯১-৩ রহমত শাহ ৯৭*, আসঘর ৪৮*, ইব্রাহিম ২১: তাইজুল ২-৬১, মাহমুদউল্লাহ ১-৩

মন্তব্য ( ০)





  • company_logo