• খেলাধুলা

নিজেদের অবস্থান নিয়ে যা বললেন সাকিব!

  • খেলাধুলা
  • ০৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৪০:১৩

অতিমানবীয় কিছু না হলে চট্রগ্রাম টেস্টে আফগানদের বিপক্ষে হারতে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিকদের ৩৯৮ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানরা। চতুর্থ দিন শেষে বাংলাদেশ ৪৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৩৫ রান। উইকেটে আছেন দলপতি সাকিব আল হাসান (৩৯) এবং সৌম্য সরকার (০)। শেষ দিন বাংলাদেশের জয়ের জন্য দরকার আরও ২৬২ রান, আফগানদের দরকার চারটি উইকেট। যেখানে ৩৯৮ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ১৩৬ তুলতেই ছয় উইকেট হারিয়েছে টাইগাররা। সেখানে আর ৪ উইকেটের বিনিময়ে ২৬২ রান তুলতে সাকিব-মাহমুদউল্লাহকে কিরকম পারফরম্যান্স করতে হবে, সেটি তারাও জানেন। এত বড় লক্ষ্য তাড়া করে কখনই জেতেনি বাংলাদেশ। তাই জিততে হলে রেকর্ডই গড়তে হবে। তবে সাকিব আল হাসানের এসবে নেই কোন মাথা ব্যথা। তার মধ্যে, প্ল্যানিং ভালো ভাবে কাজে লাগেনি তাই হেরেছে দল, ‘পরিকল্পনা ঠিকমত হতো তবে এমনটা হতো না। আমাদের পরিকল্পনা ভুল ছিল। ঠিক ভাবে আমরা কাজে লাগাতে পারিনি।’ চতুর্থদিন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অনেকটা হাস্যরস মিশিয়ে সাকিব বলেন, জেতার জন্য আমাদের দুইটা অপশন হাতে আছে। যার একটি আমাদের মধ্যে একজনের দেড়শ এবং অন্যজনকে ১০০-১২০ করতে হবে। তাতে জেতা সম্ভব। আর না হয় উপরে বৃষ্টি তো আছেই। সেটাও আমাদের জিতিয়ে দিতে পারে। যদিও সাকিব কথাগুলো নিতান্তই মজার ছলে বলেন। কিন্তু তার বক্তব্যে যেটি স্পষ্ট তা হচ্ছে, সঠিক পরিকল্পনা কিংবা সতীর্থদের অবহেলায় ম্যাচটা ভেস্তে যাচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo