• সমগ্র বাংলা

নরসিংদীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত

  • সমগ্র বাংলা
  • ২৬ মার্চ, ২০১৯ ১৬:২১:২০

মোঃ সালাহউদ্দিন আহমেদ: স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান প্রমুখ। এরপর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও সর্বস্তরের মানুষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ, সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনী, এতিমখানা ও জেলখানায় উন্নতমানের খাবার বিতরণ, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও জেলা প্রশাসক হলে স্বাধীনতা উৎসবে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অপরদিকে নরসিংদীর টাউন হল সংলগ্ন পুরাতন শিল্পকলায় সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য ( ০)





  • company_logo