• শিক্ষা

যে কারণে রাতে এসএসসি পরীক্ষা দিতে হচ্ছে রিকিকে

  • শিক্ষা
  • ০১ ফেব্রুয়ারী, ২০১৯ ১৮:১৫:০৮

রিকি হালদার যশোর বোর্ডের একজন এসএসসি শিক্ষার্থী। কুষ্টিয়ার কুমারখালী এমএন হাইস্কুলের এই ছাত্র জন্মসূত্রে খ্রিস্টান ধর্মের ‘সেভেন ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের’ একজন। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী সপ্তাহের শনিবার এই সম্প্রদায়ের কিছু লেখা মানা। এমন অবস্থায় ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার ৪ টি বিষয়ের পরীক্ষার সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হবার কথা। তবে ধর্মীয় রীতি অনুযায়ী সকালবেলা রিকির পক্ষে পরীক্ষা দেয়া ধর্ম বিরুদ্ধ কাজ হয়। এই সমস্যার সমাধানে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে যশোর শিক্ষা বোর্ড। রিকি হালদারের আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্মীয় বিষয়টি আমলে নিয়ে বোর্ড সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত বিশেষভাবে রিকি হালদারের পরীক্ষার ব্যবস্থা করবে। দেশের ইতিহাসে এই প্রথম সন্ধ্যাবেলায় পরীক্ষা দেবার নজির ঘটতে যাচ্ছে। একইভাবে ৯ ফেব্রুয়ারি গণিত, ১৬ ফেব্রুয়ারি রসায়ন এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিজ্ঞান পরীক্ষা শনিবারে পড়ায় এই তিন দিনের পরিবর্তেও রাতে অংশ নেবে রিকি। কুমারখালী এমএন হাই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফিরোজ মহম্মদ বাশার জানান, যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়ায় তারা রিকি হালদারের রাতে পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। তিনি আরো জানান, সকাল ৯টার সময়েই ঢুকতে হবে রিকিকে। পরীক্ষা শুরু হবার পর থেকে তাকে রাখা হবে অন্য রুমে। রাতে নিজের পরীক্ষা শেষ করে তিনি বের হতে পারবেন। তার বাবা রিপন হালদার এবং মা তৃষ্ণা হালদার দুজনই কুষ্টিয়ার অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলের (এইমস) শিক্ষক।

মন্তব্য ( ০)





  • company_logo