• সমগ্র বাংলা

‘জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে থেকেছি’

  • সমগ্র বাংলা
  • ১৮ জানুয়ারী, ২০১৯ ১১:২৮:০২

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ীর কালুখালী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হতে চান আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মজনু। তিনি কালুখালী উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রাজবাড়ী জেলা পরিষদের সদস্য। মিজানুর রহমান মজনু কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বাসিন্দা। রাজনৈতিক জীবনে তিনি ১৯৯১ সালে ছাত্রলীগে নেতৃত্ব দেন ১৯৯৫ সালে কালুখালী ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দেন। ২০০১ সালে মদাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন, ২০০৩ সালে বৃহত্তর পাংশা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং বর্তমানে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। ইতিমধ্যে উপজেলা নির্বাচনকে ঘিরে কালুখালীতে আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। মিজানুর রহমান মজনুকে নিয়ে ফেসবুকে তার অনুসারীরা তাকে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দেখতে চান বলে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে মিজানুর রহমান মজনু এ প্রতিনিধিকে জানান, আমি দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অনেক নির্যাতন সহ্য করে কালুখালী উপজেলার ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করেছি। বিগত দিনে ইউপি নির্বাচন, উপজেলা চেয়ারম্যান ও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী করেছি। জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি। তাদের ভালবাসা অর্জন করেছি। দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে। উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হতে পারব।

মন্তব্য ( ০)





  • company_logo